ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

খিলক্ষেতে জনি এগ্রো কমপ্লেক্স লিঃকোম্পানীর অন্তরালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ জামাই শশুরের বিরুদ্ধে

প্রতারণা আমাদের সমাজে নিত্য নৈমিত্তিক ঘটনা শহর কিংবা গ্রাম সব খানেই প্রতারণার হিড়িক।কিছু অসাধু প্রতারক চক্র নামে বেনামে লাইসেন্স বিহীন ভুইফোড় কোম্পানী খুলে রাজধানীতে ঘাপটি মেরে আছে,বাহারি ডিজাইনের সুসজ্জিত অফিস কক্ষ  ডেকোরেশন,বুঝার উপায় নেই এরা প্রতারক চক্র,রাজধানীর খিলক্ষেতে তালেরটেক নামাপাড়ায় হাজী আব্দুর রউফ ভিলায় দীর্ঘ ১ বছর যাবত জনি এগ্রো কমপ্লেক্স লিমিটেড কোম্পানী  নামে ডিপো ও ডিলার নিয়োগে ফেইসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে উক্ত কোম্পানীর মালিক দাবিদার আব্দুর রশিদ ও বকুলের বিরুদ্ধে,এই কোম্পানী টি তাদের ফেইসবুক পেইজে বিভিন্ন পণ্যের আকর্ষনীয় বিজ্ঞাপন দিয়ে এবং নায়িকা পূর্নীমার জনি বল সাবানের একটি ভিডিও দিয়ে গ্রামের সাধারণ মানুষকে আকৃষ্ট করে তোলে এবং কোম্পানীটির নিজস্ব ফ্যাক্টরী  এবং নিজস্ব ট্রান্সপোর্ট সার্ভিস আছে বলে ও প্রচারণা চালিয়ে যাচ্ছে এই প্রতারক চক্রটি।২০২০ সালের ২৯ শে ডিসেম্বর গোপালগঞ্জ থেকে এই কোম্পানীর নামে ভেজাল পর্ণ উৎপাদন ও বাজারজাত করার কারনে  ভ্রাম্যমাণ আদালত অভিযান 

পরিচালনা করে প্রায় ১০ জন কে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদী সাজা সহ আর্থিক জরিমানা আদায় করে ঐ ফ্যাক্টরীর মালিক রাশেদ প্রলাতক ছিলেন।সারা দেশে প্রতারক চক্রের বিরুদ্ধে (RAB) এর অভিযান অব্যাহত থাকলে ও আড়ালে রয়েছেন খিলক্ষেতে জনি এগ্রো কমপ্লেক্স লিমিটেড কোম্পানীর মালিক প্রতারক আঃ রশিদ ও বকুল,অনুসন্ধান চলমান আসছে আরো ভয়ংকর প্রতারণার তথ্য নিয়ে...

ads

Our Facebook Page